ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১ জুলাই ২০২১   আপডেট: ০২:৩২, ২ জুলাই ২০২১
মালয়েশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

করোনার সংক্রমণ না কমায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। শনিবার থেকে এই বিধিনেষেধ কার্যকর হবে বলে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন। 

বৃহস্পতিবার সাবরি ইয়াকুব জানান, রাজধানী কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী রাজ্য সেলাঙ্গরের কয়েকটি জেলায় দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ শনিবার থেকে কার্যকর হবে। এই সময়ে কেবল খাদ্য উৎপাদনকারী ও দৈনন্দিন পণ্য বিক্রির প্রতিষ্ঠানসহ জরুরি ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। 

আরো পড়ুন:

গত সপ্তাহে করোনার বিস্তার রোধে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের নিচে না নামার আগ পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার মালয়েশিয়ায় নতুন করে ছয় হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৮ হাজার ৯৬৭ তে পৌঁছেছে। দেশটিতে এখন করোনায় মৃতের মোট সংখ্যা পাঁচ হাজার ২৫৪ জন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়