ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উইঘুরদের ব্যাপারে চীনা নীতিকে ফের সমর্থন ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২ জুলাই ২০২১   আপডেট: ১৮:৪৪, ২ জুলাই ২০২১
উইঘুরদের ব্যাপারে চীনা নীতিকে ফের সমর্থন ইমরানের

শিনজিয়াংয়ের মুসলমানদের ব্যাপারে চীনের নিপীড়নমূলক নীতিকে ফের সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে তিনি চীনের একদলীয় শাসনব্যবস্থারও প্রশংসা করেছেন। তার মতে নির্বাচনভিত্তিক গণতন্ত্র ব্যবস্থার তুলনায় এই একদলীয় শাসন সমাজের জন্য অনেক ভালো একটি মডেল। 

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে ইসলামাবাদ সফররত বেইজিংয়ের সাংবাদিকদের কাছে ইমরান এই মত ব্যক্ত করেছেন।

গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে শিনজিয়াংয়ের মুসলমানদের পরিস্থিতিকে ‘নারকীয় পরিস্থিতি’ বলে মন্তব্য করেছিল। ওই প্রতিবেদনে উইঘুর মুসলমানদের মগজধোলাই, তাদের ওপর চালানো নিপীড়ন এবং সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলতে চীনের পদক্ষেপগুলোর বিবরণ দিয়েছিল।

ইমরান খান বলেছেন, ‘পশ্চিমা সংবাদমাধ্যম ও সরকারগুলোর কাছ থেকে শিনজিয়াংয়ের পরিস্থিতির যে বিবরণ পাচ্ছি চীনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বিবরণ তারচেয়ে ভিন্ন।’

তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে চীনের সঙ্গে আমাদের অনেক শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং আস্থার সম্পর্ক থাকায় আমরা আসলে চীনের বিবরণকেই গ্রহণ করব। শিনজিয়াংয়ে তাদের ব্যবস্থা সম্পর্কে যা বলবে আমরা তা মেনে নেব।’

চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে ইমরান বলেন, ‘সিপিসি হচ্ছে একটি অনন্য মডেল। এ পর্যন্ত আমাদের বলা হয়েছে, এটি হচ্ছে সমাজকে উন্নয়নের সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে পশ্চিমা গণতন্ত্র। সিপিসি এর বিকল্প ব্যবস্থা এনেছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়