ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৩ জুলাই ২০২১  
দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকাজুড়ে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ এ পৌঁছেছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধানমন্ত্রী সিহলে জিকালালা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই প্রদেশে নিহতের সংখ্যা এখন ২৬। 

এর এক দিন আগে কর্মকর্তারা প্রতিবেশী গাউতেং প্রদেশে ছয় জন নিহতের খবর জানিয়েছিলেন।

সিহলে জিকালালা বলেছেন, ‘বিক্ষোভকারীরা দাঙ্গায় জড়িয়ে পড়লে এই মানুষগুলো পদদলিত হয়ে মারা গেছে।’

আদালত অবমাননার মামলায় বুধবার থেকে জুমার ১৫ মাসের কারাদণ্ডের মেয়াদ শুরু হয়।  এর প্রতিবাদে শুক্রবার থেকে জুমার নিজের প্রদেশ কজুলু-নাটালে (কেজেডএন) সহিংসতা ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সহিংসতা বন্ধে পুলিশকে সহযোগিতার জন্য সোমবার সেনা মোতায়েন করেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়