ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালেবান দখলকৃত এলাকায় বন্যায় ১৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২৯ জুলাই ২০২১   আপডেট: ২১:৪৫, ২৯ জুলাই ২০২১
তালেবান দখলকৃত এলাকায় বন্যায় ১৫০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবানদের দখলকৃত এলাকায় প্রবল বৃষ্টির কারণে হঠাৎ বন্যায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। তালেবানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

আফগান কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে উপত্যকার সরু ঢাল বেয়ে বন্যার পানি প্রবলভাবে নামতে শুরু করে। বানের তোড়ে একটি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়

প্রাদেশিক কাউন্সিলের প্রধান সাদুল্লাহ পায়েন্দা জানিয়েছেন, এ পর্যন্ত ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সামিউল্লাহ জারবি জানিয়েছেন, এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নুরিস্তানের গভর্নর হাফিজ আব্দুল কাইউম অবশ্য জানিয়েছেন, অন্তত ৬০ জন মারা গেছে।

এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা জীবিতদের উদ্ধারে গ্রামটিতে উদ্ধারকারী দল পাঠাচ্ছে। কামদেশ জেলায় যেন নিরাপদে ত্রাণ সামগ্রী পাঠানো যায় তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছে গোষ্ঠীটি।


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়