ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরিয়াহ আইন চালু করলে আফগানিস্তানে সাহায্য পাঠাবে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১২ আগস্ট ২০২১  
শরিয়াহ আইন চালু করলে আফগানিস্তানে সাহায্য পাঠাবে না জার্মানি

তালেবান শরিয়াহ আইন চালু করলে আফগানিস্তানকে সাহায্য হিসেবে এক পয়সাও দেবে না জার্মানি। জার্মান সংবাদমাধ্যম জেডডিএফকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেছেন। 

তিনি জানিয়েছেন,  তালেবান জানে বিদেশি সাহায্য ছাড়া আফগানিস্তান টিকে থাকতে পারবে না।

আরো পড়ুন:

মাস বলেন, ‘তালেবান যদি দেশটির পুরো নিয়ন্ত্রণ নেয়, শরিয়াহ আইন ও খিলাফত ব্যবস্থা চালু করে তাহলে আমরা এক পয়সাও পাঠাবো না।’

আফগানিস্তানকে সহায়তা হিসেবে বছরে ৫০ কোটি ৪০ লাখ ডলার দিয়ে থাকে জার্মানি। যুদ্ধপীড়িত আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ হচ্ছে জার্মানি।

মাত্র এক সপ্তাহের মধ্যে তালেবান আফগানিস্তানের ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া শুরু হয়। এরপর থেকেই আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করে তালেবান। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান ইতোমধ্যে দেশের ৬৫ শতাংশ এলাকা দখল করে ফেলেছে। 

এদিকে, গত জুনেই ন্যাটোর জোটসঙ্গী জার্মানির সেনাদের আফাগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এই সেনাদের সহযোগিতাকারী আফগানদের জার্মানিতে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প-কারেনবাউয়ার।

তিনি বলেছেন, ‘তাদেরকে সেখান থেকে বের করে আনার সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়