ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে হচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২১  
বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে হচ্ছে ভারতে

বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে। দেশটির সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৮০ কিলোমিটার। দিল্লি, ফরিদাবাদ, সোহনা, জেওয়ার বিমানবন্দরের মতো এলাকাকে জুড়বে এটি। এই এক্সপ্রেসওয়ে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট পর্যন্ত যাবে। এটি তৈরি করতে ৯৮ হাজার কোটি রুপি খরচ হবে। আগামী বছরের মার্চের মধ্যে এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাবে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এখন ট্রাকের মাধ্যমে মুম্বাই ও দিল্লিতে যেতে লাগে ৪৮ ঘণ্টা। গাড়িতে করে যেতে ২৪-২৬ ঘণ্টা লাগে। নতুন এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে গাড়িতে করে যেতে লাগবে মাত্র ১২-১৩ ঘণ্টা। ট্রাকে করে যেতে ১৮-২০ ঘণ্টা লাগবে। 

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে লাগোয়া রাস্তার দু'পাশে ৯৩ টি এমন জায়গা থাকবে, যাতে এটিএম, হোটেল, খুচরা দোকান, ফুড কোর্ট, বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং পয়েন্ট এবং পেট্রল পাম্প থাকবে। এটাই হতে চলেছে ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, যেখানে প্রতি ১০০ কিলোমিটারে ট্রমা সেন্টার ও হেলিপ্যাড থাকবে। 

এক্সপ্রেসওয়ের ১ হাজার ৩৮০ কিলোমিটার রাস্তায় ২০ লাখ গাছ থাকবে। গাছে নিয়মিত পানি দেওয়া হবে। প্রতি ৫০০ মিটার অন্তর বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা থাকবে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়