ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:০৯, ২০ সেপ্টেম্বর ২০২১
রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ৮

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। 

বার্তা সংস্থা বিবিসি, রয়টার্স এবং এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

খবরে বলা হয়, সোমবার রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে হঠাৎ হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কালো মুখোশ পরা ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে কয়েক জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও।

বিবিসি জানায়, বন্দুকধারীকে আটকের পর বিশ্ববিদ্যালয় ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরু হলে ভীত লোকজন বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতর থেকে ধারণ করা অন্য এক ভিডিওতে দেখা যায়, হেলমেট মাথায় কালো পোশাক পরা অস্ত্রধারী এক ব্যক্তি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় ভবনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিরা তাদের আতঙ্ক প্রকাশ করছেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়