ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুদানে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২১ সেপ্টেম্বর ২০২১  
সুদানে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

সুদানে অভ্যুত্থানের চেষ্টা করেছে সেনাবাহিনী। তবে সরকার সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। মঙ্গলবার সুদানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তথ্যমন্ত্রী হামজা বালুল বলেন, ‘আমরা মঙ্গলবার প্রথম প্রহরে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ন্ত্রণে এনেছি। কর্তৃপক্ষ ব্যর্থ পরিকল্পনাকারী নেতাদের গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছে।’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যুত্থানকারীরা সাবেক শাসক ওমর আল বশিরের সমর্থক। এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদাক জানিয়েছেন, এবারই প্রথম অভ্যুত্থানের চেষ্টাকারীদের গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চার মাস বিক্ষোভের পর ২০১৯ সালের এপ্রিলে সুদানের দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। বর্তমানে দেশটি শাসন করছে সামরিক বাহিনী ও বেসামরিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ সরকার। 
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়