ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সু চির বিরুদ্ধে নির্বাচনী প্রতারণার মামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৬ নভেম্বর ২০২১  
সু চির বিরুদ্ধে নির্বাচনী প্রতারণার মামলা

ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি নেতা অং সান  সু চির বিরুদ্ধে নির্বাচনে প্রতারণার অভিযোগ এনেছে মিয়ানমারের সামরিক জান্তা। মঙ্গলবার দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামরিক জান্তার দায়ের করা নতুন মামলায় সু চির বিরুদ্ধে ২০২০ সালের জাতীয় ‘নির্বাচনে প্রতারণা ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনার’ অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট ও নির্বাচন কমিশনারসহ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে।

গত ফেব্রুয়ারিতে সু চিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে বেআইনিভাবে ওয়াকিটকি রাখা, দেশদ্রোহ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে এসব মামলার শুনানি শুরু হয়েছে। এসব মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে সেনা সরকার।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়