ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকা সতর্কের ১০ দিন আগে ইউরোপে ওমিক্রনের সংক্রমণ হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৩০ নভেম্বর ২০২১  
দক্ষিণ আফ্রিকা সতর্কের ১০ দিন আগে ইউরোপে ওমিক্রনের সংক্রমণ হয়েছিল

দক্ষিণ আফ্রিকা সতর্ক করার ১০ দিন আগেই ইউরোপে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ শুরু হয়েছিল। মঙ্গলবার নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১১ দিন আগে স্থানীয় দুজন সংক্রমিতের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টটি পেয়েছিলেন। দেখা যাচ্ছে, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সতর্ক করার আগেই ইউরোপের হৃৎপিণ্ডে চলে এসেছিলে ওমিক্রন।

আরো পড়ুন:

আরআইভিএম স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, তারা ১৯ ও ২৩ নভেম্বর ওমিক্রনের নমুনা পেয়েছেন। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা এবং আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পরীক্ষা করা যাত্রীদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার আগে এই নমুনা পাওয়া গেছে।

২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের খবর প্রকাশ করে। এর তিন দিন পর নেদারল্যান্ডস কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ওমিক্রন শনাক্তের খবর জানায়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়