ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াকিটকি রাখার মামলায় সু চির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১০ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:১৮, ১০ জানুয়ারি ২০২২
ওয়াকিটকি রাখার মামলায় সু চির কারাদণ্ড

অং সান সু চি। ছবি: ইন্টারনেট

অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড হয়েছে। 

সোমবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

পড়ুন: ১০০ বছরের বেশি জেল হতে পারে সুচির

রয়টার্স জানায়, আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন করে হ্যান্ডহেল্ড রেডিও কাছে রাখার দায়ে দুই বছর এবং সিগন্যাল জ্যামারের সেট রাখার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এছাড়া করোনাভাইরাসের বিধিনিষেধ সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের আরেক অভিযোগে সু চিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। 

এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়া ও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে করা মামলায় সু চিকে দুই বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মিয়ানমারে গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে।

পড়ুন: সু চির ৪ বছরের জেল

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়