ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে এক বছরে দূষণে মারা গেছে ২৩ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৮ মে ২০২২   আপডেট: ১৬:৩৩, ১৮ মে ২০২২
ভারতে এক বছরে দূষণে মারা গেছে ২৩ লাখ মানুষ

বায়ু এবং পানি দূষণের কারণে ভারতে ২০১৯ সালে ২৩ লাখ মানুষ মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৬ লাখের মানুষের মৃত্যু হয়েছে বায়ু দূষণে এবং ৫ লাখ মারা গেছেন পানি দূষণের কারণে।

সম্প্রতি দূষণ ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ ল্যানসেট কমিশনের প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ল্যানসেট প্রতিবেদনে, প্রতি ছয় জনের মধ্যে এক জন মানুষের মৃত্যুর জন্য বায়ু দূষণকে দায়ী করা হয়েছে। শুধুমাত্র ভারতেই বায়ু দূষণের কারণে প্রতিবছর ১০ লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।  

ল্যানসেট সমীক্ষায় বলা হয়েছে, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, ইনজুরি এবং রিস্ক ফ্যাক্টরস স্টাডি ২০১৯ (জিবিডি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী বায়ু দূষণ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বায়ু দূষণে ২০১৯ সালে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। পানি দূষণে মারা গেছে ১৪ লাখ।  সীসা দূষণ ৯ লাখ লোকের অকাল মৃত্যুর কারণ।

সমীক্ষায় দেখা গেছে, দূষণজনিত মৃত্যুর ৯০ শতাংশ হয়েছে নিম্ন-এবং মধ্যম আয়ের দেশগুলিতে। এতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ভারত। দেশটি ২৩ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে। এর পরই রয়েছে চীন। সেখানে ২১ লাখ মানুষের মৃতু্য হয়েছে। 

সূত্র: বিবিসি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়