ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাশিয়াকে অপমান করা যাবে না : ম্যাক্রঁন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ৪ জুন ২০২২  
রাশিয়াকে অপমান করা যাবে না : ম্যাক্রঁন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন বলেছেন, যদি কূটনৈতিক উপায়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায় তাহলে রাশিয়াকে কোনোভাবেই অপমান করা যাবে না। শনিবার একটি আঞ্চলিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে যুদ্ধ অবসান বা শান্তিচুক্তির জন্য ম্যাক্রঁন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নানাভাবে আলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অবশ্য তার অবস্থান ইউরোপের কিছু পূর্বাঞ্চলীয় ও বাল্টিক দেশগুলোতে সমালোচিত হয়েছে। কারণ তাদের মতে, ফরাসি প্রেসিডেন্টের এই প্রচেষ্টা পুতিনকে আলোচনার টেবিলে বসতে চাপ দেওয়ার প্রচেষ্টাকে ক্ষুন্ন করছে।

ম্যাক্রঁন বলেছেন, ‘আমি তাকে (পুতিনকে) বলেছিলাম যে, তিনি জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করছেন।’

ফ্রান্স সামরিক ও আর্থিকভাবে ইউক্রেনকে সহযোগিতা করছে। কিন্তু অন্যান্য ইউরোপীয় নেতাদের মতো ইউক্রেনকে প্রতীকী রাজনৈতিক সমর্থন দিতে তিনি এখনও কিয়েভে যাননি। অবশ্য ম্যাক্রঁন জানিয়েছেন, তিনি কিয়েভে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়