ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৩ জুলাই ২০২২  
শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেল ‘রূপবাহিনির’ সম্প্রচার স্থগিত করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে একথা জানায়। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির অফিসে প্রবেশ করায় প্রকৌশলীরা সম্প্রচার বন্ধ করে দেন।

এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মধ্যে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। তবে সেখানে ছিলেন না রনিল বিক্রমাসিংহে।

বিক্ষোভকারীরা দাবি করেন, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহে। তাকেও পদত্যাগ করতে হবে।

কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ