ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঙ্কিপক্সের কারণে নিউ ইয়র্কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৩১ জুলাই ২০২২   আপডেট: ১৭:৫৩, ৩১ জুলাই ২০২২
মাঙ্কিপক্সের কারণে নিউ ইয়র্কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা

মাঙ্কিপক্স ভাইরাসের বিস্তারের কারণে নিউ ইয়র্কে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। শহরটিকে প্রাদুর্ভাবের ‘কেন্দ্র’ বলে অভিহিত করেছেন নগরীর কর্মকর্তারা।

এই ঘোষণার মাধ্যমে কর্মকর্তারা শহরের স্বাস্থ্যবিধির অধীনে জরুরি আদেশ জারি করতে এবং বিস্তারকে নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে।

আরো পড়ুন:

মেয়র এরিক অ্যাডামস এবং স্বাস্থ্য কমিশনার অশ্বিন ভাসানের ঘোষণায় বলা হয়েছে, নগরীর প্রায় এক লাখ ৫০ হাজার বাসিন্দা সংক্রমণের ঝুঁকিতে থাকতে পারে। 

অ্যাডামস ও ভাসান যৌথ বিবৃতিতে বলেছেন, ‘দ্রুত আরও (টিকা) ডোজ প্রাপ্তির জন্য আমরা আমাদের ফেডারেল অংশীদারদের সাথে কাজ চালিয়ে যাব। এই প্রাদুর্ভাবটি মোকাবিলায় আমাদের অবশ্যই দ্রুত সম্পদ নিয়ে জাতীয় ও বৈশ্বিকভাবে পদক্ষেপ নিতে হবে এবং এই জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতির এই ঘোষণাটি এই মুহূর্তের গুরুত্বকে প্রতিফলিত করে।’

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত নিউইয়র্কে এক হাজার ৩৪৫ জনের মাঙ্কিপক্সে আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়