ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এবার ইরান-ইউক্রেন রেষারেষি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২২
এবার ইরান-ইউক্রেন রেষারেষি

রাশিয়াকে ড্রোন সরবরাহের ইস্যুতে এবার ইরান ও ইউক্রেনের মধ্যে রেষারেষি শুরু হয়েছে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ইউক্রেনের ঘোষণার এক দিন পরই পাল্টা ব্যবস্থার কথা বলেছে তেহরান। 

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়াকে ইরানি ড্রোন সরবরাহের অভিযোগে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ইউক্রেনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরান ‘আনুপাতিক পদক্ষেপের’ পরিকল্পনা করছে।

নাসের কানানি বলেছেন,‘যারা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায় সেসব তৃতীয় পক্ষের মাধ্যমে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকা উচিত’ ইউক্রেনের।

ইউক্রেন শুক্রবার জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূতের স্বীকৃতি প্রত্যাহার করবে এবং কিয়েভের ইরানি দূতাবাসে কূটনৈতিক কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। রাশিয়াকে ইরানের ড্রোন সরবরাহের পদক্ষেপকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘অশুভের সাথে সহযোগিতা’ বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক শনিবার এক টুইটে বলেছেন, ইরান ‘ইউক্রেনীয়দের হত্যার জন্য পিছিয়ে পড়া একটি দেশকে আধুনিক ড্রোন দিয়ে সমর্থন করছে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়