ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩৬ ফুট লম্বা পূজার প্যান্ডেল, নাম উঠলো গিনেস বুকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৫ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:০৩, ৫ অক্টোবর ২০২২
১৩৬ ফুট লম্বা পূজার প্যান্ডেল, নাম উঠলো গিনেস বুকে

দুর্গাপূজা প্যান্ডেল। ছবি: এএনআই

ভারতের উত্তরপ্রদেশে ১৩৬ ফুট লম্বা একটি পূজা প্যান্ডেল সবার নজর কেড়েছে। 

উত্তর প্রদেশের লাখনৌর জানকিপুরমে অবস্থিত দুর্গাপূজা প্যান্ডেলটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে লম্বা হিসেবে রেকর্ড হতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরো পড়ুন:

পূজ কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে বলেন, ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের টিম গোটা প্যান্ডেলটি পর্যালোচনা করে জানিয়েছে যে, এটি উচ্চতম দুর্গাপূজা প্যান্ডেল হিসেবে গিনেস বুকে নাম তালিকাভুক্ত করা হয়েছে। চার-পাঁচদিনের মধ্যেই মিলে যাবে সার্টিফিকেট।’

বুধবার (৫ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, পূজা প্যান্ডেলটি লম্বায় ১৩৬ ফুট। প্যান্ডেলটি বৃন্দাবনের নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দিরের একটি প্রতিরূপ, যা ৭০০ ফুটের বেশি উঁচু এবং ৫ লাখ ৪০ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। আয়োজকরা জানান, বিশ্বের সবচেয়ে উঁচু এবং বড় প্যান্ডেল হিসাবে এটি নির্মিত হয়েছে।

পূজা কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে বলেন, এই বিরাট প্যান্ডেল তৈরি করতে কলকাতা ও আসাম থেকে ৫২ জন শিল্পী এসেছিলেন। এটি তৈরি করতে সময় লেগেছে একমাস।

তিনি বলেন, এই দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করতে খরচ হয়েছে ৩২ লাখ টাকা। প্যান্ডেলটি দেখতে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষের সমাগম হচ্ছে ৷

রাকেশ পাণ্ডে জানান, প্যান্ডেলের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থাও৷ গোটা প্যান্ডেলের পাহারায় রয়েছেন কমিটির প্রায় ৫৫ জন সদস্য। এছাড়াও রয়েছেন নিরাপত্তারক্ষীরা ৷

সূত্র: এএনআই

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়