ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১২ নভেম্বর ২০২২  
নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার নেপাল ছাড়াও উত্তর ভারতের কিছু অংশে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

চলতি সপ্তাহের শুরুর দিকেও নেপালে ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

নেপালের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজহাং জেলার পাতাদিওয়ালে। এলাকাটি রাজধানী কাঠমান্ডু থেকে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থিত। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বাজহাং জেলার কর্মকর্তা বাবুরাম আরিয়াল বলেছেন, ‘ভূমিকম্পের সময় বিকট শব্দ হয়েছিল এবং মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে এখনও পর্যন্ত আমরা আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়