ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশেষজ্ঞ মতামত

কীভাবে তৈরি হলো শংকরের সিংকহোল?

হৃদয় তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৯ মে ২০২৫   আপডেট: ১০:৪০, ৩০ মে ২০২৫
কীভাবে তৈরি হলো শংকরের সিংকহোল?

ছবি: লেখক

রাজধানীর শংকর বাসস্ট্যান্ডের কাছে সাত মসজিড রোডে  একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তটিকে বলা হচ্ছে ‘সিংকহোল’। বিশেষজ্ঞরা বলছেন, ‘‘সিংকহোল (Sinkhole) হলো ভূমির একটি গর্ত বা খাদ। যা হঠাৎ করে মাটির উপরিভাগে তৈরি হয়। এটি মূলত তখন ঘটে, যখন মাটির নিচের স্তর ধসে বা ভেঙে পড়ে। আর ওই ফাঁকা স্থানে উপরের মাটি ঢুকে পড়ে এবং একটি গর্ত বা খাদ তৈরি হয়।’’

সিংকহোল প্রাকৃতিকভাবে তৈরি হয় আবার মানবসৃষ্টও হয়ে থাকে। শংকরের সিংকহোলটি কেমন? এই বিষয়ে বুধবার(২৮ এপ্রিল) রাইজিংবিডির সাথে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।

আরো পড়ুন:

রাইজিংবিডিকে তিনি বলেন,  ‘‘আমরা অনেক সময় রিকশায় চলতে-চলতে দেখি রাস্তার মাঝে একটি জায়গায় ডাল বা কোন কিছু দিয়ে চিহ্নিত করা যে, এখানে গর্ত রয়েছে। এই গর্তটিও দেখে মনে হচ্ছে এটি মানবসৃষ্ট কোন সিংকহোল। রাস্তার কনস্ট্রাকশনের কাজ যখন করা হয়েছে তখন হয়তো ঠিকঠাকমতো কাজ করা হয়নি। কিংবা বিভিন্ন লাইন (পানি-গ্যাস) এসবের কাজের সময় মাটি ঠিকঠাক ভরাট করা হয়নি। যার ফলে এটা সৃষ্টি হয়েছে।’’

‘‘বাংলাদেশে এখন পর্যন্ত ন্যাচারাল সিংকহোল দেখা যায়নি। বাংলাদেশের মাটির সঙ্গে এমন হওয়ার ঘটনা আমরা ছাত্র থেকে আজ পর্যন্ত শুনিনি। কনস্ট্রাকশনের কাজের জন্যে এমন হতে পারে। ন্যাচারালটা আমাদের মাটির সঙ্গে যায় না। আপনি আমেরিকা, কানাডা, আফ্রিকায় প্রচুর সিংকহোল দেখতে পাবেন।’’—যোগ করেন অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী

শংকরের গর্তটি কীভাবে ঠিক করা যাবে? এই প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘‘ শংকরের এই গর্তটি যখন ভরাট করবে তখন অনেক দিক বিবেচনা করে ভরাট করতে হবে শুধু মাটি ফেললেই হবে না। কতটুক গর্ত হয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’’

ড. মেহেদী হাসান উল্লেখ করেন, মাঝেমধ্যেই রাস্তায় এমন ছোট-বড় গর্ত দেখা যায়। এই গর্তটি মেইনরোডে দেখেই হয়তো এত জানাজানি হচ্ছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়