ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৬ ডিসেম্বর ২০২২  
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ছবি: আল জাজিরা

ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে রাশিয়ার এ হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।

সোমবার (৫ ডিসেম্বর) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা এসব তথ্য জানায়।

আরো পড়ুন:

খবরে বলা হয়, রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাকসিম মারশেঙ্কো। বেসামরিক নাগরিকদের বাড়িঘরের ওপরও ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানিয়েছেন তিনি।

ওডেসার বেশিরভাগ এলাকাতেই বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানান মারশেঙ্কো।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করেছে। জ্বালানি সরবরাহ পুনরায় সচল করার কাজ চলছে।

উল্লেখ্য, রুশ সৈন্যরা গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়