ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাশিয়ার ‘একাধিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২১ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৩৭, ২১ মার্চ ২০২৩
রাশিয়ার ‘একাধিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার ‘একাধিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছে ইউক্রেন। রেলপথে ক্রিমিয়ায় পাঠানোর সময় এগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের সামরিক সংস্থা সোমবার রাতে জানিয়েছে, একাধিক ক্যালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। কীভাবে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের এই চালান ধ্বংস হয়েছে তা জানানো হয়নি।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, ‘রেলপথে পরিবহন করার সময় অস্থায়ীভাবে অধিকৃত ক্রিমিয়ার উত্তরে ঝাঁকোই শহরে একটি বিস্ফোরণ রাশিয়ান ক্যালিব্র-কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করা হয়েছে।  হচ্ছিল। কৃষ্ণ সাগরে রাশিয়ার সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য ক্ষেপণাস্ত্রগুলো পাঠানো হচ্ছিল।

এ ব্যাপারে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায়ই ক্যালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।  ২০২২ সালের জুলাইয়ে সাবমেরিন থেকে ছোড়া একটি ক্যালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ভিন্নিতসিয়াতে আঘাত হানে। ওই ঘটনায় তিন শিশুসহ ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়