ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সম্পর্ক জোরদারে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১২ এপ্রিল ২০২৩   আপডেট: ২০:৪৫, ১২ এপ্রিল ২০২৩
সম্পর্ক জোরদারে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক জোরদার করতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরবে গিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে মেকদাদ বুধবার জেদ্দায় পৌঁছেছেন বলে সৌদি ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর।

সিরিয়াকে ২০১১ সালে আরব দেশগুলোর সংগঠন আরব লিগ থেকে বরখাস্ত করা হয়েছিল। নিজের দেশের নাগরিকদের ওপর আসাদ নৃশংস দমন-পীড়ন চালাচ্ছেন অভিযোগ তুলে পশ্চিমা এবং আরব রাষ্ট্র তাকে বয়কট করেছিল। তবে সম্প্রতি সিরিয়া ও সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগ নেয়। দুই দেশ ইতিমধ্যে রিয়াদ ও দামেস্কে দূতাবাস পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। শিগগিরই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদি সফরে যাবেন বলে রয়টার্স জানিয়েছে।

আরব লিগে সিরিয়ার প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য শুক্রবার আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে সৌদি আরব।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়