ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিনের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপে সম্মত জি-৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ মে ২০২৩  
পুতিনের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপে সম্মত জি-৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। শুক্রবার জাপানের হিরোশিমায় জোটের বৈঠকে সাত দেশের নেতা এ সম্মতির কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে সাত দেশের নেতারা বলেছেন, তারা ‘রাশিয়াকে জি-৭ এর প্রযুক্তি, শিল্প সরঞ্জাম এবং পরিষেবা প্রদান বন্ধ করবে, যেগুলোর মাধ্যমে দেশটির যুদ্ধ মেশিন (পুতিন) সহযোগিতা পাচ্ছেন।’

আরো পড়ুন:

এই পদক্ষেপ যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি সীমাবদ্ধ করবে বলেও জানিয়েছেন তারা। এছাড়া মস্কোর কাছে যারা যুদ্ধ সামগ্রী বিক্রি করছে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইউক্রেনকে সমর্থন জানানোর অংশ হিসেবে ‘আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক’ সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন জি-৭ এর নেতারা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়