ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাখমুত দখলের দাবি রাশিয়ার ভাড়াটে সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২০ মে ২০২৩  
বাখমুত দখলের দাবি রাশিয়ার ভাড়াটে সেনাদের

দীর্ঘদিন ধরে দখলের জন্য লড়াই চালিয়ে যাওয়া বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার প্রাইভেট মিলিটারি। গোষ্ঠীটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার এ দাবি করেছেন।

টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, ‘বাখমুতকে দখলের জন্য ২২৪ দিন অভিযান চালাতে হলো।’

ইউক্রেনের কর্মকর্তারা অবশ্য ওয়াগনারের এই বক্তব্য পুরোপুরি অস্বীকার করেনি।

ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রাম পোস্টে স্বীকার করেছেন, বাখমুতের পরিস্থিতি ‘সঙ্কটজনক। তার দাবি, ইউক্রেনীয় সেনারা এখনও ‘শহরের এয়ারপ্লেন জেলায় প্রতিরক্ষা ধরে রেখেছে।’

প্রিগোজিন জানিয়েছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে তুলে দেওয়া হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়