ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় হামলার ঘটনা থেকে নিজেদের দূরে রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৪ মে ২০২৩  
রাশিয়ায় হামলার ঘটনা থেকে নিজেদের দূরে রাখছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার অভ্যন্তরে সশস্ত্র ব্যক্তিদের হামলার ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার দাবি, ইউক্রেন থেকে প্রবেশ করা সশস্ত্র হামলাকারীদের তারা পরাস্ত করেছে।

সোমবার ইউক্রেনের বেলগোরদ সীমান্ত অঞ্চলে এই সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। গত বছর প্রতিবেশী দেশে ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে সীমান্ত অতিক্রম করে এটা রাশিয়ার অভ্যন্তরে প্রথম বড় হামলা।

আরো পড়ুন:

রাশিয়া হামলকারীদের ফেলে যাওয়া অথবা ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পশ্চিমা যানের ছবি প্রকাশ করেছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত হামভি সাঁজোয়া যানও রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ‘রাশিয়ার ভেতরে হামলা চালানোর ব্যাপারে তারা উৎসাহ দেয়নি বা সহায়তাও করেনি।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের এসব অস্ত্রের ছবি ছড়িয়ে পড়ার ব্যাপারে দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘এসব খবরের সত্যতা নিয়ে তার দেশের সন্দেহ রয়েছে।’

মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার বলেছেন, ‘সেখানে কীভাবে যুদ্ধ চালানো হবে তা একান্তই ইউক্রেনের ব্যাপার।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়