ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া ঠেকাতে পারবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১ জুন ২০২৩  
ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া ঠেকাতে পারবে না রাশিয়া

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া ঠেকাতে পারবে না রাশিয়া। বৃহস্পতিবার অসলোতে ন্যাটো জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

স্টলটেনবার্গ বলেছেন, ‘সব মিত্র একমত যে ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে মস্কোর ভেটো ক্ষমতা নেই।’

মস্কো ইউক্রেনকে জোটের অংশ হওয়া ঠেকাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। মিত্ররা একমত যে ইউক্রেন সদস্য হবে।’

আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই স্টলটেনবার্গ এসব কথা বলেন।

এর আগে সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,  কিয়েভ আগামী মাসের শীর্ষ সম্মেলনে ন্যাটোতে তার ভবিষ্যৎ নিয়ে একটি ‘স্পষ্ট’ সিদ্ধান্ত পেতে চায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়