ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কয়বার হোঁচট খেলেন বাইডেন?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২ জুন ২০২৩   আপডেট: ১৮:৪৩, ২ জুন ২০২৩
কয়বার হোঁচট খেলেন বাইডেন?

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দেশটির কলোরাডোতে বিমান বাহিনী একাডেমির একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। 

বাইডেন অবশ্য পড়ে গিয়েও আঘাত পাননি। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়ে হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট।

পড়ে যাওয়ার আগে মঞ্চে বিমান বাহিনীর গ্র্যাজুয়েটদের উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন বাইডেন। বক্তৃতা শেষে ফেরার সময় মঞ্চে থাকা একটি ছোট বালির ব্যাগের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। বিমান বাহিনীর কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের সহায়তায় উঠে দাঁড়ান তিনি। পরে কারো সহায়তা ছাড়া নিজের আসনে গিয়ে বসেন প্রেসিডেন্ট। 

হোয়াইট হাউজের কমিউকেশনস ডিরেক্টর বেন লাবোল্ট বলেছেন, ‘তিনি (বাইডেন) ঠিক আছেন। তিনি যখন করমর্দন করছিলেন, মঞ্চে একপাশে একটা ছোট বালির ব্যাগ ছিল।’

হোয়াইট হাউজ জানিয়েছে, মঞ্চে টেলিপ্রম্পটারের জন্য বালু ভর্তি ছোট দুটি ব্যাগ রাখা হয়েছিল। উঠে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট বাইডেন আঙুল দিয়ে বালু ভর্তি ওই ব্যাগ দেখিয়ে দেন।

বাইডেনের হোঁচট খেয়ে পড়ে যাওয়া অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পড়ে গিয়ে পা ভাঙে তার। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন তিনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়