ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২৮৮

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৩ জুন ২০২৩   আপডেট: ২১:৫৭, ৩ জুন ২০২৩
ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২৮৮

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮০৩ জন। 

ভারতের রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন আমরা সংযোগ পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করবো।

শনিবার (৩ জুন) টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পরে আহতদের দেখতে কটক হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনাও করতে পারেন নরেন্দ্র মোদি।

এদিকে, হেলিকপ্টারে করে ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, শনিবার সকালে দুর্ঘটনাস্থলে গেছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকসহ রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছুক্ষণ পর উল্টো দিকের লাইন দিয়ে আসে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া বগির ওপর দিয়ে যায়। এতে যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৮

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ভারতের ট্রেন দুর্ঘটনা

ওড়িশায় এক দিনের শোক, তদন্ত কমিটি গঠন

ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ, স্বজনদের আহাজারি 

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়