ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘যুক্তরাষ্ট্র-চীনের সংঘাত হলে ভয়াবহ বিপর্যয় হবে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৪ জুন ২০২৩  
‘যুক্তরাষ্ট্র-চীনের সংঘাত হলে ভয়াবহ বিপর্যয় হবে’

চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শংফু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের ‘সংঘাত ভয়াবহ বিপর্যয়কর’ হবে। তবে তার দেশ সংঘাতের পরিবর্তে সংলাপ চায়। রোববার সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

সিঙ্গাপুরে শাংগ্রি-লাতে অনুষ্ঠিত সম্মেলনে লি শংফু বলেছেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ব অনেক বড়।

এক দিন আগেই লি সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। গত মাসে তিনি বলেছিলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের ভিন্ন ব্যবস্থা রয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে।’ 

রোববার আগের অবস্থান থেকে সরে এসে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে এবং সহযোগিতা গভীর করার জন্য উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ খোঁজা বন্ধ রাখা উচিত নয়। এটি অনস্বীকার্য যে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়