ঢাকা     বৃহস্পতিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৩ ১৪৩০

 ৩৩ হাজার ফুট উঁচুতে করা যাবে ডিস্কো পার্টি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১০ জুন ২০২৩  
 ৩৩ হাজার ফুট উঁচুতে করা যাবে ডিস্কো পার্টি

অতিধনীদের মাটিতে ডিস্কো পার্টি করার দিন হয়তো শেষ হয়ে যাচ্ছে। তারা এখন চাইলেই মাটি থেকে ৩৩ হাজার ফুট উঁচুতে পার্টি করতে পারবেন। সেই সঙ্গে থাকবে বিশাল বেডরুম এবং গোসলের সুযোগ। এর জন্য প্রতি ঘণ্টায় গুনতে হবে ১৩ হাজার মার্কিন ডলার।

বিলাসবহুল হোটেল গ্রুপ ফাইভের প্রতিষ্ঠাতা ও চেয়ার কবির মুলচান্দানি একটি এয়ারবাস এসিজে-টুয়েন্টি কিনেছেন এবং দাবি করেছেন, এটিকে ‘আতিথেয়তা এবং ব্যক্তিগত বিমানের’ সমন্বিত রূপে রূপান্তর করা হয়েছে। সেখানে ড্যান্স ফ্লোর, রাজকীয় বিছানা এবং ঝরনায় গোসলের ব্যবস্থা থাকবে।

আট কোটি ডলার মূল্যের বিমানটিতে ১৬ জনের আতিথেয়তার ব্যবস্থা থাকবে। এনএইচ-ফাইভ নামের বিমানটিতে যদি ১৬ জন একসঙ্গে লন্ডন থেকে দুবাই যাওয়ার জন্য রিজার্ভ করেন, তাহলে প্রত্যেককে দিতে হবে প্রায় পাঁচ হাজার ডলার।

ফাইভ হোটেল ও রিসোর্টের প্রধান নির্বাহী অলোকি বার্তা জানান, প্রচলিত ব্যক্তিগত বিমানের তুলনায় তাদের বিমানের ভাড়ার খরচ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের বিমানে একটি বেডরুম রয়েছে, একটি ঝরনা রয়েছে, ১৬ জনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এখানে আছে মিউজিক ও আলো। ভ্রমণ করার সময় সেখানে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন আপনি।’

তাদের প্রতিষ্ঠানের গ্রাহকদের ভিত্তি সম্পর্কে বার্তা বলেন, ‘স্পষ্টতই সত্যিকারের ধনী’ এবং যারা ‘জীবিত অবস্থায় অর্থ উপভোগ করতে চান।’


 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়