ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রাশিয়ার সেনাদের কাছে পর্যাপ্ত আধুনিক অস্ত্র নেই’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১০ জুন ২০২৩  
‘রাশিয়ার সেনাদের কাছে পর্যাপ্ত আধুনিক অস্ত্র নেই’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই মুহূর্তে মস্কোর সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণে আধুনিক অস্ত্র নেই। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ইউক্রেনের পাল্টা হামলা সম্পর্কে পুতিন বলেছেন, ‘আমরা সম্পূর্ণ নিশ্চিয়তার সাথে বলতে পারি যে, ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং এটি কৌশলগত রিজার্ভের ব্যবহারকে নির্দেশ করছে।’

আরো পড়ুন:

তিনি জানান, রাশিয়ান সেনারা তাদের অবস্থান ধরে রাখতে পাঁচ দিন ধরে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী পাল্টা আক্রমণের সময় প্রায়ই প্রত্যাশিত ‘ক্লাসিক’ ক্ষতির চেয়ে তিন থেকে এক অনুপাতের বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।

পুতিন স্বীকার করেছেন, মস্কোর সেনাদের কাছে এই মুহূর্তে আধুনিক অস্ত্রের স্বল্পতা রয়েছে। তিনি আশা করছেন, রাশিয়ার সামারিক শিল্প শিগগিরই চাহিদা অনুযায়ী অস্ত্র উৎপাদন করতে পারবে। তবে মস্কোর সেনারা কোন ধরনের অত্যাধুনিক অস্ত্রের সংকটে ভুগছে তা তিনি জানাননি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়