ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেপ্তারি পরোয়ানার কারণে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১৯ জুলাই ২০২৩   আপডেট: ২০:৩৭, ১৯ জুলাই ২০২৩
গ্রেপ্তারি পরোয়ানার কারণে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না পুতিন

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া ব্রিকস দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গত মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রাশিয়া অবশ্য আইসিসির রোম সংবিধির পক্ষ নয়। তবে দক্ষিণ আফ্রিকায় সংবিধিতে স্বাক্ষরকারী দেশ। এর ফলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমন কোনো ব্যক্তি সদস্য দেশে পা রাখলে তাকে গ্রেপ্তারের বাধ্যকতা রয়েছে। ফলে পুতিনের ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নিয়ে ব্রাজিলকে কূটনৈতিক সমস্যার মুখে পড়তে হয়।

আরো পড়ুন:

প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘পারস্পরিক চুক্তিতে, রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না।’ পুতিনের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন ম্যাগওয়েনিয়া।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়