ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিম আফ্রিকায় নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:৩৯, ১৭ আগস্ট ২০২৩
পশ্চিম আফ্রিকায় নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে থাকা নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কেপ ভার্দের কর্মকর্তারা আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার নৌকাটিকে প্রথম দেখা যায়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, নৌকাটি ডুবে গেছে কিন্তু পরে স্পষ্ট করা হয়, এটি ভেসে যাচ্ছে। কাঠের পিরোগ স্টাইলের নৌকাটিকে কেপ ভার্দের সাল এলাকা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে একটি স্প্যানিশ মাছ ধরার নৌকা প্রথম শনাক্ত করে। 

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে। 

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের বরাত দিয়ে জানিয়েছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে থেকে রওনা হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়