ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ১৯ আগস্ট ২০২৩   আপডেট: ২১:৩৪, ১৯ আগস্ট ২০২৩
পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করছে ভারত

অভ্যন্তরীণ বাজারে সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ভারত ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। অবিলম্বে এটি কার্যকর হবে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।
 
ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি জুলাই মাসে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে- ৭ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে। জুলাইয়ে এটি ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।
টমেটো, পেঁয়াজ, মটর, বেগুন, রসুন ও আদাসহ ভারতীয় রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সবজির দাম গত কয়েক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

ভারত এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্কতম আগস্টের দিকে এগিয়ে যাচ্ছে। এল নিনোর প্রভাবে দেশটিতে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় গ্রীষ্মে বপন করা ধান থেকে সয়াবিন পর্যন্ত ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ফসলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশটিতে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়