ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

‘পুতিন-কিম জং উনের মধ্যে কোনও চুক্তি হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
‘পুতিন-কিম জং উনের মধ্যে কোনও চুক্তি হয়নি’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের বুধবারের বৈঠকে কোনো চুক্তিতে স্বাক্ষর করেননি। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

পুতিন এবং কিমের বৈঠকের আগে মার্কিন যুক্তরাষ্ট্র  সতর্ক করে দিয়ে বলেছিল, রাশিয়া ও উত্তর কোরিয়া একটি সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়ে তাদের আলোচনাকে ‘সক্রিয়ভাবে অগ্রসর’ করছে। নিষেধাজ্ঞা আরোপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিময় পিয়ংইয়ং মস্কোকে ইউক্রেন আক্রমণে ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ করতে পারে। 

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যৌথভাবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, ‘এই বিষয়ে বা অন্য কোনও বিষয়ে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।’

চুক্তির কোনও পরিকল্পনা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘এমন কোনও পরিকল্পনা ছিল না।’

শীর্ষ সম্মেলনের আগে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুতিন ও কিমের মধ্যে বৈঠকের ফলে দুই দেশের মধ্যে অস্ত্র হস্তান্তর হলে ওয়াশিংটন ‘নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করবে না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়