ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

বেঁচে আছেন সেই রুশ কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
বেঁচে আছেন সেই রুশ কমান্ডার

কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভ জীবিত আছেন। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিডিও কনফারেন্সে সোকোলভের সঙ্গে আলোচনার ভিডিও মঙ্গলবার প্রকাশ করেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স দাবি করে, রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা কমান্ডার সোকোলভসহ ৩৪ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। অবশ্য এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেখায়নি ইউক্রেন। এ ঘটনায় তাৎক্ষনিক কোনও মন্তব্য করেনি রাশিয়া।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভিক্টর সোকোলভ প্রতিরক্ষা মন্ত্রীর সাথে একটি ভিডিও লিঙ্কে উপস্থিত হয়েছেন। তবে এটি কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। অবশ্য রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েগুকে মস্কোর একটি সম্মেলন কক্ষে আট মিনিটের ওই ভিডিওতে সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলতে দেখা যায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়