ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৩৯, ১ অক্টোবর ২০২৩
তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার এ হামলার ঘটনা ঘটেছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, দুই হামলাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে বিস্ফোরণের জন্য দায়ী। তাদের একজন নিজেকে উড়িয়ে দিয়েছে এবং অন্যজনকে ‘নিস্ক্রিয়’ করা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় হয়েছিল।

আলি ইয়ারলিকায়া বলেন, ‘পার্লামেন্ট ভবনের চারপাশে এবং কাছাকাছি থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্লামেন্টের অধিবেশন গ্রীষ্মকালীন বিরতির পর আবার শুরু হচ্ছে। প্রেসিডেন্ট (রিসেপ তাইয়্যেপ এরদোয়ান) সহ সব সংসদ সদস্য দুপুর ২টার দিকে পার্লামেন্টে উপস্থিত হবেন বলে আশা করা হয়েছিল।’

কে বা কারা এই হামলার জন্য দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে বাম উগ্রপন্থী এবং সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই এ ধরনের হামলা চালিয়েছিল।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়