ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকাতের কবলে মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ৭ নভেম্বর ২০২৩  
ডাকাতের কবলে মন্ত্রী

ডাকাতের কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার সরকারের একজন মন্ত্রী। ডাকাতরা মন্ত্রীর দেহরক্ষীদের অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা রাজধানী জোহানেসবার্গের দক্ষিণে একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন:

পরিবহন মন্ত্রণালয় বলেছে, ‘রাস্তায় তীক্ষ্ণ বস্তু ফেলে মন্ত্রীর গাড়ির টায়ারগুলো পাংচার করা হয়েছিল। গাড়িটিকে থামিয়ে অপরাধীরা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।’

মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী ও তার রক্ষীরা ‘অক্ষত ও নিরাপদ’ রয়েছেন।

পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে জানিয়েছেন, ডাকাতরা ব্যক্তিগত জিনিসপত্র এবং দুটি দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের (এসএপিএস) পিস্তল নিয়ে পালিয়ে গেছে।

ম্যাথ বলেছেন, ‘এই নজিরবিহীন ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য অনুসন্ধান শুরু হয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়