ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৮ নভেম্বর ২০২৩  
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ০২ মিনিটে উপকূল থেকে দূরে অবস্থিত অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজির কর্মকর্তা ড্যারিওনো জানিয়েছেন, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ২২টি আফটার শক অনুভব হয়েছে। এর আগে দুপুরের দিকে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘মডেলিং ফলাফল দেখিয়েছে যে এই ভূমিকম্পে সুনামি হওয়ার সম্ভাবনা নেই।’

বিএমকেজির দেওয়া তথ্য অনুসারে, তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে বেলা ১১টা ৫৩ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সৌমলাকির বাসিন্দা ল্যাম্বার্ট তাতাং এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। কিন্তু এখানকার মানুষ আতঙ্কিত ছিল না। আমরা ভূমিকম্পে অভ্যস্ত। বিশেষ করে আমরা জানতে পেরেছি যে সুনামির কোনো হুমকি নেই, তাই জীবন এখন স্বাভাবিক।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়