ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতালিতে হাসপাতালে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫০, ৯ ডিসেম্বর ২০২৩
ইতালিতে হাসপাতালে আগুন, নিহত ৪

ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজন মারা গেছেন। শনিবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় রোমের নিকটবর্তী তিভোলি শহরের সান জিওভান্নি ইভাঞ্জেলিস্টা হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজন প্রবীণ ব্যক্তির প্রাণহানি ঘটেছে।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, গর্ভবতী এক নারী ও কয়েকজন শিশুকে টার্নটেবল মই ব্যবহার করে উদ্ধার করে ফায়ার বিগ্রেড। হাসপাতালটি থেকে প্রায় ২০০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার বিগ্রেড। তাদেরকে রোমের অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে ৭৬ থেকে ৮৬ বছর বয়সী দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।

ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়