ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

গাজায় ঘরে ঘরে যুদ্ধ চলছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:২৩, ৯ ডিসেম্বর ২০২৩
গাজায় ঘরে ঘরে যুদ্ধ চলছে

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে হামলা চালাচ্ছে। নগরীর ঘরে ঘরে এখন যুদ্ধ চলছে বলে শনিবার জানিয়েছে রয়টার্স।

যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও, এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

গাজার উত্তরের বাসিন্দারা নতুন করে ইসরায়েলি ট্যাঙ্কের হামলার খবর দিয়েছে। দক্ষিণে তীব্র লড়াই চলছে। খান ইউনিস এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের নেতারা সেখানে লুকিয়ে আছে, সম্ভবত সুড়ঙ্গের ভূগর্ভস্থ নেটওয়ার্কে।

আরো পড়ুন:

ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ড্যান গোল্ডফাস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গাজার সুড়ঙ্গ পথগুলোকে ধ্বংসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নগরীতে ঘরে ঘরে যুদ্ধ চলছে।।

শুক্রবার রাতে হামাসের সশস্ত্র শাখা একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, একজন জিম্মিকে মুক্ত করার জন্য ইসরায়েলের অভিযান ব্যর্থ হয়েছে। ভিডিওটি একটি রক্তাক্ত দেহের ছবি দিয়ে শেষ হয়েছে, যা এক জন বন্দির বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়