ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তর গাজায় ‘প্রাণ রক্ষাকারী’ ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২৩:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪
উত্তর গাজায় ‘প্রাণ রক্ষাকারী’ ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ

উত্তর গাজায় ‘প্রাণ রক্ষাকারী’ ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, তাদের গাড়ি বহর ‘নাগরিক আইনের পতনের কারণে সম্পূর্ণ বিশৃঙ্খলা ও সহিংসতা’ সহ্য করেছে। সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া হয়নি এবং তাদের কর্মীরা বন্দুকযুদ্ধ এবং লুটপাটের মুখোমুখি হয়েছিল।

আরো পড়ুন:

জাতিসংঘ ডিসেম্বর থেকে উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী অক্টোবরে তার স্থল আক্রমণের শুরুতে ১১ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে ওয়াদি গাজার উত্তর থেকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয়। বেশিরভাগ বাসিন্দাই ইসরায়েলি আদেশ মেনে দক্ষিণে সরে যায়। কিন্তু ইসরায়েলি সেনারা ঘিরে ফেলার পর কয়েক লাখ বাসিন্দা উত্তরাঞ্চল ছেড়ে যেতে ব্যর্থ হয়।

গত মাসে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, অন্তত তিন লাখ মানুষ উত্তর গাজায় থেকে গেছে যারা বেঁচে থাকার জন্য তাদের সহায়তার উপর নির্ভরশীল।

উত্তরে ত্রাণ বিতরণ খুবই কম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তা ছাড়পত্রের উপর নির্ভরশীল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়