ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইসরায়েল গণহত্যা করেছে, উল্লেখ করায় জাতিসংঘের দূতকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৭ মার্চ ২০২৪   আপডেট: ২১:২৪, ২৭ মার্চ ২০২৪
ইসরায়েল গণহত্যা করেছে, উল্লেখ করায় জাতিসংঘের দূতকে হুমকি

হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় গাজায় ইসরায়েল গণহত্যা করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে বলে প্রতিবেদন প্রকাশকারী জাতিসংঘের বিশেষ দূতকে হুমকি দেওয়া হয়েছে। বুধবার  ফ্রান্সেস্কা আলবানিজ  এ অভিযোগ করেছেন।

পশ্চিম তীর এবং গাজার মানবাধিকার পরিস্থিতির উপর বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘এনাটমি অফ এ জেনোসাইড’ শিরোনামে একটি প্রতিবেদন পেশ করেছেন। ইসরায়েল এই প্রতিবেদনকে ‘পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।’

প্রতিবেদনে তার কাজের কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে আলবেনিজ বলেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতার প্রয়োজন বলে মনে করিনি। চাপ? হ্যাঁ, রয়েছে তবে এটি আমার প্রতিশ্রুতি বা কাজে ধরনের পরিবর্তন আনতে পারবে না।’

আলবেনিজ ২০২২ সাল থেকে এই পদে রয়েছেন। তিনি হুমকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলেননি কিংবা কে হুমকি দিয়েছে তা তিনি বলেননি।

তবে তিনি বলেছেন, ‘এটি কঠিন সময় যাচ্ছে। আমার নিয়োগের প্রথম থেকেই আমি সবসময় আক্রমণের শিকার হয়েছি।’

প্রতিবেদন প্রকাশের ইসরায়েল আলবেনিজের প্রতি অপমানসূচক মন্তব্য করে বলেছে, তিনি ‘ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বকে অবৈধ সাব্যস্ত করার চেষ্টা করছেন।’

আলবেনিজ তা প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডে ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান যেটি করা যেতে পারে তা হল গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি গণহত্যামূলক সহিংসতা ইসরায়েলি রাষ্ট্রনীতি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়