ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি বতসোয়ানার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৩ এপ্রিল ২০২৪  
জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি বতসোয়ানার

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট। প্রাণি সংরক্ষণ নিয়ে বিতর্কের জেরে তিনি এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চলতি বছরের শুরুতে জার্মানির পরিবেশ মন্ত্রণালয় পশু শিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এ কারণে পশু শিকারের ট্রফি আমদানিতে কঠোর বিধি আরোপের প্রস্তাব করেছিল মন্ত্রণালয়।

বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মান সংবাদমাধ্যমকে বলেছেন, জার্মানির পদক্ষেপ কেবল তার দেশের মানুষকে দরিদ্র করবে। সংরক্ষণের প্রচেষ্টার ফলে হাতির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। শিকার তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে।

তিনি বলেন, জার্মানদের উচিত ‘প্রাণিদের সাথে একসাথে বসবাস করা, যেভাবে আপনি আমাদের বলার চেষ্টা করছেন। এটা কোনো রসিকতা নয়।’

বিশ্বের এক তৃতীয়াংশের বেশি হাতির বসবাস বতসোয়ানায়। এই সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। হাতিরপাল দেশটির সম্পত্তির ক্ষতি করছে, ফসল খাচ্ছে এবং বাসিন্দাদের পদদলিত করছে। এ কারণে বতসোয়ানা তার প্রতিবেশী অ্যাঙ্গোলাকে আট হাজার এবং মোজাম্বিককে কয়েক শতাধিক হাতি দিয়েছে।

প্রেসিডেন্ট মাসিসি বলেন, ‘আমরা জার্মানিকে এমন একটি উপহার দিতে চাই।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়