ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ভারতের ‘উস্কানিমূলক মন্তব্যের’ নিন্দা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৬ এপ্রিল ২০২৪  
ভারতের ‘উস্কানিমূলক মন্তব্যের’ নিন্দা পাকিস্তানের

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ‘উস্কানিমূলক মন্তব্যের’ নিন্দা জানিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে ভারত সরকার পাকিস্তানে প্রায় ২০ জনকে হত্যা করেছে। বিদেশের মাটিতে বাস করা সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এমন অভিযান চালিয়েছে নয়াদিল্লি। এই প্রতিবেদনের বিষয়ে শুক্রবার একটি সংবাদমাধ্যমকে রাজনাথ সিং বলেন, ‘তারা (সন্ত্রাসী) যদি পাকিস্তানে পালিয়ে যায়, আমরা পাকিস্তানে ঢুকে তাদের মারব।’ 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের অভ্যন্তরে নির্বিচারে ‘সন্ত্রাসী’ হিসাবে আখ্যা দিয়ে বেসামরিক নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডে ভারতের প্রস্তুতির কথা স্পষ্টভাবে নিন্দনীয়।’

চলতি ছরের শুরুতে পাকিস্তান অভিযোগ করেছিল, দেশের মাটিতে তার দুই নাগরিককে হত্যার সাথে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ওই সময় ভারত একে ‘মিথ্যা ও বিদ্বেষপূর্ণ’ প্রচারণা বলে আখ্যা দিয়েছিল।

কানাডা ও যুক্তরাষ্ট্র গত বছর অভিযোগ করেছিল যে, তাদের দেশের মাটিতে ভারত মানুষ হত্যা বা হত্যার চেষ্টা করছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়