ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‌আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা হতো না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:০৩, ১৫ এপ্রিল ২০২৪
‌আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা হতো না: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে ইসরায়েলে হামলা চালাতে পারতো না ইরান। ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র-এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলে ইরানের হামলার খবর পাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একাধিক বার্তায় নিজের প্রতিক্রিয়া জানান।

আরো পড়ুন:

পড়ুন: ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলের জনগণের মঙ্গল করুক ঈশ্বর। তারা এখন হামলার মধ্যে আছে। আমি ক্ষমতায় থাকলে তা হতো না। এটা সবাই জানে। ইসরায়েলের জন্য প্রার্থনা করে যুক্তরাষ্ট্র। তেল আবিবকে সমর্থন করে ওয়াশিংটন।

উল্লেখ্য, ইরানি কনস্যুলেটে হামলার পর রোববার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। 

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়