ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১৪ এপ্রিল ২০২৪  
ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পাল্টা আক্রমণে অংশ নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

পহেলা এপ্রিল ইরানের সিরিয়া কনস্যুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিক্রিয়া হিসাবে শনিবার রাতে ইসরায়েলে কয়েকশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

আরো পড়ুন:

সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর সাথে কথা বলার সময় বাইডেন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরও প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ওই সময় ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় অংশ নেবে না।

হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি রোববার টেলিভিশন চ্যানেল এবিসি-কে বলেছেন , মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মরক্ষায় সহায়তা করবে, তবে ইরানের সাথে ওয়াশিংটন যুদ্ধ চায় না।

কিরবি বলেন, ‘আমরা এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চাই না। আমরা বৃহত্তর সংঘাত চাই না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়