ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় ইসরায়েলের কার্পেট বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২৯ জুন ২০২৪  
গাজায় ইসরায়েলের কার্পেট বোমা হামলা

গাজার আল-মাওয়াসি এলাকায় কার্পেট বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় বিপুল সংখ্যক লোক হতাহত এবং অন্তত পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শনিবার স্থানীয়দের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার রাতভর আল-মাওয়াসিতে যুদ্ধবিমান থেকে কার্পেট বোমা হামলা চালানো হয়েছে। একইসঙ্গে ট্যাঙ্ক থেকেও গোলাবর্ষণ করা হয়েছে।

আরো পড়ুন:

বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন, ‘আমরা আমাদের তাঁবুতে শান্তিপূর্ণভাবে বসে ছিলাম এবং হঠাৎ করেই ইসরায়েলি যুদ্ধবিমান ওই অঞ্চলে কার্পেট বোমাবর্ষণ করে। আমি প্রতিবেশীদের কান্না শুনেছি। ইসরায়েলি ট্যাঙ্কও ওই এলাকায় গোলাবর্ষণ করছিল। আমরা সবাই সবকিছু পেছনে ফেলে প্রাণভয়ে পালিয়েছি।... সব জায়গায় টুকরো টুকরো লাশ আর মাংস দেখেছি।’

প্রসঙ্গত, নির্দিষ্ট কোনো বড় এলাকার ভূখণ্ডের নির্বাচিত এলাকার প্রতিটি অংশে সর্বোচ্চ ক্ষতি সাধনের লক্ষ্যে কার্পেট বোমা হামলা করা হয়। কার্পেট যেমন পুরো মেঝেকে ঢেকে দেয় তেমনি বিরতিহীন এ বোমা হামলার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর সবকিছু ধ্বংস করে দেওয়া হয়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়