ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের ওপর হামলা, যা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ০৯:০৪, ১৪ জুলাই ২০২৪
ট্রাম্পের ওপর হামলা, যা বললেন বাইডেন

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার কান ঘেঁষে গুলি করা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

ট্রাম্পের ওপর হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

স্থানীয় সময় শনিবার এক ভাষণে এ কথা বলেন জো বাইডেন। খবর এপি।

এ সময় তিনি সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার জন্য নিন্দা জানিয়ে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে বিস্তারিত জানানো হয়েছে। আমি কৃতজ্ঞ যে, তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন।’।

বাইডেন বলেন, ‘আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ ঘটনার নিন্দা জানাতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি তার (ট্রাম্প) জন্য এবং তার পরিবারের জন্য ও সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।  তাকে (ট্রাম্প) নিরাপত্তায় নিয়ে আসার জন্য জিল এবং আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ।’

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়