ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলিবিদ্ধ হওয়ার পর নিজের জুতা খুঁজছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১৬ জুলাই ২০২৪  
গুলিবিদ্ধ হওয়ার পর নিজের জুতা খুঁজছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর তার জুতা খুঁজছিলেন। মঙ্গলবার দ্য সানডে পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। একটি গুলি ট্রাম্পের কানের পাশ দিয়ে ছুঁয়ে যায়। হামলার পর পর  সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চ থেকে তাড়াহুড়া করে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় ট্রাম্পকে বলতে শোনা যায় ‘দাঁড়াও, আমি আমার জুতা পেতে চাই।’

আরো পড়ুন:

ঘটনার বিবরণ দিয়ে ট্রাম্প বলেন, ‘এজেন্টরা আমাকে এত জোরে ধাক্কা দিয়েছিল যে আমার জুতা খুলে গিয়েছিল এবং আমার জুতাগুলো ছিল টাইট।’

তিনি অবশ্য সিক্রেট সার্ভিসের কর্মীদের তাদের বীরত্বপূর্ণ কর্মের জন্য প্রশংসা করেছেন। 

ট্রাম্প জানান, গুলিবিদ্ধ হওয়ার পরেও তিনি মঞ্চে সমর্থকদের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছিলেন। তবে এজেন্টরা তাকে জানিয়েছিল, এখানে তিনি নিরাপদ নন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়